top of page
Writer's pictureMD. Shahjalal

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র স্পেনে উমাইয়া শাসন (৭১১-১৪৯২) ষষ্ঠ পাঠ সালওয়ারি গুরুত্বপূর্ন

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র

স্পেনে উমাইয়া শাসন (৭১১-১৪৯২) ষষ্ঠ পাঠ

সালওয়ারি গুরুত্বপূর্ন ঘটনা সমূহ ;:

৭১১ খিষ্টাব্দ - স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা ৷

৭৫৬ খিষ্টাব্দ – আবদুর রহমান কতৃক স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা ৷

৭৭৭ খিষ্টাব্দ – বার্বার বিদ্রোহ দমন ৷

৭৮৮ খিষ্টাব্দ – আব্দুর রহমান মৃত্যুবরণ করেন এবং প্রথম হিসাম সিংহাসনে বসেন ৷

৭৯৬ খিষ্টাব্দ – প্রথম হিসাম মৃত্যুবরণ করেন এবং হাকাম সিংহাসনে অধিষ্ঠিত হন ৷

৮২২ খিষ্টাব্দ – প্রথম হাকাম মৃত্যুবরণ করেন ,দ্বিতীয় আব্দুদর রহমান সিংহাসনে অধিষ্ঠিত হন ৷

৮২৯ খিষ্টাব্দ – তুদমিরে শান্তি প্রতিষ্ঠা করেন ৷

৮৩৭ খিষ্টাব্দ - টলেডোর বিদ্রোহ করেন ৷

৮৫২ খিষ্টাব্দ – দ্বিতীয় আব্দুর রহমান মৃত্যুবরণ করেন এবং আমির মোহাম্মদের ক্ষমতারোহণ ৷

৮৮৬ খিষ্টাব্দ – আমির মোহাম্মদ মৃত্যুবরণ করেন এবং আমির মুনজির ক্ষমতারোহণ করেন৷

৮৮৮ খিষ্টাব্দ– আমির মুনজির মৃত্যুবরণ করেন এবং তার ভাই আব্দুল্লাহর সিংহাসনারোহন ৷

৯১২ খিশষ্টাব্দ – আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন এবং তৃতীয় আব্দুর রহমান আমির হিসাবে দ্বায়িত্বগ্রহন

৯২৯-৯৬১ খিষ্টাব্দ – তৃতীয় আব্দুর রহমানের খলিফা হিসেবে দ্বায়ীত্ব পালন ৷

৯২৯ খ্রিষ্টাব্দ – তৃতীয় আব্দুর রহমানের খলিফা উপাধি গ্রহন ৷

৯৬১ খ্রিষ্টাব্দ – তৃতীয় আব্দুর রহমানের মৃত্যুবরণ করেন এবং পুত্র দ্বিতীয় হাকাম সিংহাসন আরোহন ৷

১৪৯২ খ্রিষ্টব্দ – ৭৮০ বছরের মুসলিম স্পেনের পতন ৷

2 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page