top of page

শাহজালাল নাহিদের কবিতা

  • Writer: MD. Shahjalal
    MD. Shahjalal
  • Sep 23, 2022
  • 1 min read

" ছাত্র জীবন "


এ সময়ের দাম কভু পাবে না

হু হু করে যাচ্ছে সময় বুঝনা ,

আড্ডা কিংবা খেলার ঘরে

যাচ্ছে সময় নষ্ট হয়ে,,


ছাত্র জীবন নিজেকে গড়ার

উপযুক্ত মুখ্য সময় ,

অবহেলা কিংবা অলসতায়

যত সময় নষ্ট হবে,,


ততই তুমি হারিয়ে যাবে

তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে

বিশ্বাস করে এটাই তোমার

নিজেকে গড়ার শ্রেষ্ঠ সময়

 
 
 

Commentaires


Post: Blog2_Post
bottom of page