top of page

ছাত্ররা রাজপথে নামবে আবারো

  • Writer: MD. Shahjalal
    MD. Shahjalal
  • Nov 26, 2021
  • 1 min read

নাঈম হত‌্যাকে কেন্দ্র করে ৯ দফা দাবি নিয়ে রাজপথে শিক্ষার্থীরা । রাজধানীতে বিক্ষোভ অবরোধসহ যানবাহন থামিয়ে গাড়ির লাইসেন্স তল্লাসির কারণে পথে পথে আটকা পড়ছে হাজারো গাড়ি । তারা জানায়, তাদের দাবি না মানলে আগামী ২৭ নভেম্বর থেকে আবারো রাজপথে নামবে তারা । এদিকে এখন পর্যন্ত হাফ ভাড়া দিতে রাজি হয়নি বাস মালিক কতৃপক্ষ । হাফ পাস ইস‌্যুর জন‌্য বাস মালিক সমিতিকে এক সাপ্তাহ সময় বেধেদিয়েছেন শিক্ষার্থীরা । গতকাল রাজধানীর বেশ কিছু রাস্তায় অবরোধ করে কর্মসূচি চালায় তারা । আমার ভাই মরলো কেন ? - সব সাথীদের খরব দে , শক্ত কঠিন দূর্গ গড়ে বেপরোয়াদের কবরদে ইত‌্যাদি সোল্গানে উতাল হয় রাজপথ ।



 
 
 

Comments


Post: Blog2_Post
bottom of page