২০২৩ সাল থেকে PSC ও JSC পরিক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। গতকাল সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত থাকবে না কোনো পরিক্ষাব্যবস্থা। বিজ্ঞান, মানবিক, ব্যাবসা শিক্ষা নামের কোনো গ্রুফ থাকবেনা নবম দ্শম শ্রেণীতে ও সব শিক্ষার্থীকেই ১০ টি বিষয়ে পাড়তে হবে। এছাড়াও তিনি বলেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর চুড়ান্ত ফলাফলের বৃত্তিতেই দেওয়া হবে HSC রেজাল্ট। এসময় HSC পরিক্ষার নাম পরির্বতন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী। গ্রেটিং সিস্টেমের পরিবর্তন নিয়ে মন্ত্রী বলেন, সনদ সর্বচ্চ শিক্ষা নয়, পারদর্শিতাকেই শিক্ষাক্রমের নতুন রূপরেখাতে জোর দেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে প্রথমিক ও মাধ্যমিকের সব শ্রেনীতে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন তিনি।
Type a message...
Comments