top of page

শাহাজালাল নাহিদের কবিতা

  • Writer: MD. Shahjalal
    MD. Shahjalal
  • Aug 1, 2021
  • 1 min read

বাবা


বাবা মানে দিবা রাত্রি, পরিশ্রমের যান্ত্রিক মানব যন্ত্র ।

সকল কজেই সফলতা , নাই যে হারার মন্ত্র ।।

শীতের সকাল আর গরমের দুপুর, বর্ষার সেই দিন বিকেল ।

বিশ্রামের অন্ত নাই কোনো , খেটে যাচ্ছে র্নিভি‌‍কার ।।

ঈদ বল আর উৎসব বল , যখনি তোমার লাগবে কিছু।

বাবা বলবে আমার আছে , নাও সবে এবার রঙ্গিন টিস্যু।।

হায়রে জীবন প্রবীণ যখন , বাদ সাধেনা আর কেউ।

উষ্ঠা খাবার আর বিদ্যাশ্রম , এটাই যে তার সব কিছু ।।

 
 
 

Komentarji


Post: Blog2_Post
bottom of page