সেষ্ঠ কর্ম
শাহজালাল (নাহিদ)
মিষ্টি মধুর শুনতে জাদুর, মুয়াজ্জীনের ডাক ।
সকাল সন্ধা দুপুর বিকেল , ছুটে ফুলের জাক।।
দুর হতে দুর ঐযে দুরের , পবিত্র সেই ঘর ।
নামায নামের কর্মটা ভাই, এখুনি শেষ কর ।।
পড়লে -রে ভাই তসবি কালাম, ইসলামের সব গ্রন্থ।
মুনাজাতের পরে -রে ভাই, পেতেও পারিশ রত্ন ।।
Comments