top of page

শাহজালাল নাহিদের কবিতা

  • Writer: MD. Shahjalal
    MD. Shahjalal
  • Aug 24, 2022
  • 1 min read

ree

মেঘনা কলেজ

শাহজালাল নাহিদ 🥰


চোখ বুজিলে ভেসে ওঠে, কলেজ নামক স্মৃতি !!

দিনগুলো হায় ভালই ছিল, কেমন করে পাল্টে গেলো !!


করিম স্যারের দারাজ কন্ঠে, এবার বাবা তুমি বলো !!

তার বিষয় সবই পারি , এটাই যে তার কারিগরি !!


বর্ষার দিনে টিনের চালে, টিপ টিপ বৃষ্টি নামে !!

এমন সময় বিভোর হয়ে, মন হারায় কোন মেয়ের জালে !!

সেলিম স্যারের মধুর কন্ঠে, গান শুনতে যে ভালোই লাগে !!

পড়ার বেলায় তাহার কাছে, একফোঁটাও ছাড় পায়নি বটে !!


আঞ্জুমান ম্যামের একই কথা,মেয়েরাই সবার সেরা

উপদেশ আর শাসন গুলো, মনে থাকবে ওপারেও !!

--(সংক্ষিপ্ত)

 
 
 

2 Comments


Ataur Ranma
Ataur Ranma
Aug 24, 2022

Nice 😍

Like
MD. Shahjalal
MD. Shahjalal
Sep 05, 2022
Replying to

Tnx 🥰

Like
Post: Blog2_Post
bottom of page