top of page

শাহজালাল নাহিদের কবিতা

  • Writer: MD. Shahjalal
    MD. Shahjalal
  • Sep 5, 2022
  • 1 min read

আমি শিখাবো



আমি শিখাবো নতুন করে ,, তরুন নবীন প্রবীনদেরকে।।

আমি শিখাবো নতুন করে ,, গরীব ধনী ফকিরদেরকে।।

আমি শিখাবো নতুন করে ,, জাতি সজাতি বিদেশিকে।।

মানবতাই আসল শিক্ষা,, মানতে হবে এটাই দিক্ষা।।

সহিংসতার এই বিশ্বটাকে নতুন করে গড়তে হলে।। নিঃস্বার্থ জীবন যাপন,, আত্মত্যাগ তো করতেই হবে। ।

 
 
 

Comments


Post: Blog2_Post
bottom of page