শাহজালাল নাহিদের কবিতা
- MD. Shahjalal
- Sep 5, 2022
- 1 min read
আমি শিখাবো

আমি শিখাবো নতুন করে ,, তরুন নবীন প্রবীনদেরকে।।
আমি শিখাবো নতুন করে ,, গরীব ধনী ফকিরদেরকে।।
আমি শিখাবো নতুন করে ,, জাতি সজাতি বিদেশিকে।।
মানবতাই আসল শিক্ষা,, মানতে হবে এটাই দিক্ষা।।
সহিংসতার এই বিশ্বটাকে নতুন করে গড়তে হলে।। নিঃস্বার্থ জীবন যাপন,, আত্মত্যাগ তো করতেই হবে। ।
Comments